মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭১৬
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন: আমার মে'রাজের রাত্রিতে আমি হযরত মুসা (আঃ)-এর সাক্ষাৎ পাইয়াছি। রাবী বলেন, নবী (ছাঃ) তাহার আকৃতি বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি হালকা গড়নের কিঞ্চিৎ কোকড়ানো চুলবিশিষ্ট, দেখিতে যেন 'শানুয়া' গোত্রের একজন লোক। তিনি আরও বলিয়াছেন ; আমি হযরত ঈসা (আঃ)-এর সাক্ষাৎও পাইয়াছি। তিনি ছিলেন মাঝারি গড়নের লাল-বর্ণবিশিষ্ট। মনে হয় যেন তিনি এইমাত্র হাম্মামখানা (গোসলখানা) হইতে বাহির হইয়াছেন। আর আমি হযরত ইবরাহীম (আঃ)-কেও দেখিয়াছি। তাহার বংশধরদের মধ্যে আমিই সকলের চাইতে বেশী তাঁহার সদৃশ। নবী (ছাঃ) বলেন, অতঃপর আমার সম্মুখে দুইটি পেয়ালা আনা হইল। একটিতে দুধ এবং অপরটিতে ছিল মদ। আমাকে বলা হইল, আপনি দুইটির যেইটি ইচ্ছা তুলিয়া নিন। তখন আমি দুধের পেয়ালাটি তুলিয়া নিলাম এবং তাহা পান করিলাম। তখন আমাকে বলা হইল : আপনাকে ফিত্রতের (সৃষ্ট স্বভাবের) পথ প্রদর্শন করা হইয়াছে। জানিয়া রাখুন। আপনি যদি মদের পাত্রটি লইতেন, আপনার উম্মত গোমরাহ্ হইয়া যাইত। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْلَةً أُسْرِيَ بِي لَقِيتُ مُوسَى - فَنَعَتَهُ -: فَإِذَا رَجُلٌ مُضْطَرِبٌ رَجِلُ الشَّعْرِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَلَقِيتُ عِيسَى رَبْعَةً أَحْمَرَ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ - يَعْنِي الْحَمَّامَ - وَرَأَيْتُ إِبْرَاهِيمَ وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ: فَأُتِيتُ بِإِنَاءَيْنِ: أَحَدُهُمَا لَبَنٌ وَالْآخَرُ فِيهِ خَمْرٌ. فَقِيلَ لِي: خُذْ أَيَّهُمَا شِئْتَ. فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ لِي: هُدِيتَ الْفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أمتك . مُتَّفق عَلَيْهِ