মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭১৭
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদিন আমরা রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা এবং মদীনার মধ্যবর্তী স্থানে সফরে ছিলাম। এই সময় আমরা একটি উপত্যকা অতিক্রম করিতেছিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কোন্ উপত্যকা ? লোকেরা বলিল, ইহা 'আযরাক উপত্যকা। তিনি বলিলেনঃ আমি যেন হযরত মুসা (আঃ)-কে দেখিতেছি। অতঃপর তিনি তাঁহার (মুসার) গায়ের রং ও মাথার চুলের কিছু বর্ণনা দিলেন এবং বলিলেন, তিনি যেন উভয় কানের মধ্যে অঙ্গুলী রাখিয়া উচ্চ স্বরে তালবিয়া পড়িতে পড়িতে এই উপত্যকা অতিক্রম করিয়া আল্লাহর ঘরের) দিকে ছুটিয়া যাইতেছেন। রাবী বলেন, অতঃপর আমরা আরও কিছুদুর সম্মুখে অগ্রসর হইয়া একটি গিরিপথে আসিয়া উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কোন্ গিরিপথ? লোকেরা বলিল, ইহা 'হারশা' অথবা বলিল "লিত'। তখন তিনি বলিলেন, আমি যেন হযরত ইউনুস (আঃ)-কে এমন অবস্থায় দেখিতে পাইতেছি যে, তিনি একটি লাল বর্ণের উষ্ট্রীর উপর সওয়ার, তাহার গায়ে পরিহিত একটি পশমী জোব্বা, উষ্ট্রীর লাগাম খেজুর পাতার তৈয়ারী, তিনি 'তালবিয়া' উচ্চারণ করিতে করিতে এই ময়দান অতিক্রম করিতেছেন। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَمَرَرْنَا بِوَادٍ فَقَالَ: «أَيُّ وَادٍ هَذَا؟» . فَقَالُوا: وَادِي الْأَزْرَقِ. قَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى مُوسَى» فَذَكَرَ مِنْ لَوْنِهِ وَشَعْرِهِ شَيْئًا وَاضِعًا أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ لَهُ جُؤَارٌ إِلَى اللَّهِ بِالتَّلْبِيَةِ مَارًّا بِهَذَا الْوَادِي . قَالَ: ثُمَّ سِرْنَا حَتَّى أَتَيْنَا عَلَى ثَنِيَّةٍ. فَقَالَ: «أَيُّ ثَنِيَّةٍ هَذِهِ؟» قَالُوا: هَرْشَى - أَوْ لِفْتُ -. فَقَالَ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى يُونُسَ عَلَى نَاقَةٍ حَمْرَاءَ عَلَيْهِ جُبَّةُ صُوفٍ خِطَامُ نَاقَتِهِ خُلْبَةٌ مَارًّا بِهَذَا الْوَادِي مُلَبِّيًا» رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এহরাম অবস্থায় لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ শব্দগুলি উচ্চারণ করাকে ‘তালবিয়া' বলে।