মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭৩১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা যেইদিন হযরত ইসরাফীলকে সৃষ্টি করিয়াছেন, তিনি তখন হইতে নিজের দুই পায়ের উপর দাঁড়াইয়া রহিয়াছেন। চক্ষু তুলিয়াও দেখেন না। তাঁহার এবং তাঁহার রবের মাঝখানে সত্তরটি নূরের পর্দা রহিয়াছে। তিনি উহার যে কোন একটি পর্দার নিকটবর্তী হইলে তখনই উহা তাহাকে জ্বালাইয়া ফেলিবে। —তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, হাদীসটি সহীহ্ ।
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ خَلَقَ إِسْرَافِيلَ مُنْذُ يَوْمَ خَلْقَهُ صَافًّا قَدَمَيْهِ لَا يَرْفَعُ بَصَرَهُ بَيْنَهُ وَبَيْنَ الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى سَبْعُونَ نورا مَا مِنْهَا من نورٍ يدنو مِنْهُ إِلاّ احْتَرَقَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَصَححهُ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সৃষ্টির সূচনালগ্ন হইতেই ইস্রাফীল ফেরেশতা শিঙ্গা মুখে তুলিয়া নির্দেশের অপেক্ষায় দুই পায়ের উপর একাগ্রচিত্তে দাঁড়াইয়া রহিয়াছেন।