মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৫৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নুবুওয়্যাতের নিদর্শনসমূহ
৫৮৫৪। হযরত আনাস (রাঃ) বলেন, একদা মক্কার লোকেরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, আপনি আমাদিগকে কোন একটি নিদর্শন (মু'জেযা দেখান, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করিয়া দেখাইলেন। এমন কি তাহারা উভয় খণ্ডের মাঝখানে হেরা পর্বত দেখিতে পাইল। — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَن أنسٍ قَالَ: إِنَّ أَهْلَ مَكَّةَ سَأَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ الْقَمَرَ شِقَّتَيْنِ حَتَّى رَأَوْا حِرَاءً بَيْنَهُمَا. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৫৪ | মুসলিম বাংলা