মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৫৩
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নুবুওয়্যাতের নিদর্শনসমূহ
৫৮৫৩। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি মক্কার ঐ পাথরকে এখনও চিনি, যে আমার নবুওত লাভের পূর্বে আমাকে সালাম করিত। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبعث إِني لأعرفه الْآن» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
কেহ কেহ বলিয়াছেন, উক্ত পাথরটি 'হাজরে আসওয়াদ' । হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, হযরত জিবরাঈল যখন রেসালত লইয়া হুযূর (ﷺ)-এর নিকট আগমন করিয়াছেন, তখন গাছ-গাছালি ও পাথরসমূহ হুযূর (ﷺ)-এর চলার পথে তাঁহাকে লক্ষ্য করিয়া সালাম করিত।