মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৫৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - নুবুওয়্যাতের নিদর্শনসমূহ
৫৮৫৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা আবু জাহল (মক্কার কাফের কুরাইশদিগকে) বলিল, তোমাদের সম্মুখে মুহাম্মাদ (ছাঃ) কি তাহার চেহারা মাটিতে লাগায় ? (অর্থাৎ, সে নামায পড়ে ?) বলা হইল, হ্যাঁ। তখন আবু জাহল বলিল ; লাত ও উযযার কসম! যদি আমি তাহাকে এইরূপ করিতে দেখি, তাহা হইলে আমি (পা দিয়া) তাহার ঘাড় মাড়াইয়া দিব। অতঃপর সে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল, তখন তিনি নামায পড়িতেছিলেন। তখন আবু জাহল নবী (ছাঃ)-এর দিকে এই উদ্দেশ্যে আসিতেছিল যে, তাঁহার গর্দান মাড়াইবে। যখনই সে সম্মুখের দিকে অগ্রসর হইতেছিল, তৎক্ষণাৎ দেখা গেল, সে তড়িৎ বেগে পিছনের দিকে হটিতেছে এবং উভয় হাত দ্বারা নিজেকে আত্মরক্ষা করিয়া চলিয়াছে। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, তোমার কি হইয়াছে? সে বলিল, আমি দেখিতেছি আমার ও মুহাম্মাদের মাঝখানে আগুনের পরিখা ও ভয়ঙ্কর দৃশ্য এবং ডানাবিশিষ্ট দল। উক্ত ঘটনা প্রসঙ্গে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন; যদি সে (আবু জাহল) আমার নিকটবর্তী হইত, তাহা হইলে ফিরিশতাগণ তাহার এক এক অঙ্গ ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিত। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ أَبُو جَهْلٍ: هَلْ يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بَيْنَ أَظْهُرِكُمْ؟ فَقِيلَ: نَعَمْ. فَقَالَ: وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذَلِكَ لَأَطَأَنَّ عَلَى رَقَبَتِهِ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي - زَعَمَ لِيَطَأَ عَلَى رَقَبَتِهِ - فَمَا فَجِئَهُمْ مِنْهُ إِلَّا وَهُوَ يَنْكُصُ عَلَى عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ فَقِيلَ لَهُ مَالك؟ فَقَالَ: إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا مِنْ نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْواً عُضْواً» . رَوَاهُ مُسلم