মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৬৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মিরাজের বর্ণনা
৫৮৬৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, যেই রাত্রে রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করান হয়, তাহাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছান হইয়াছে। আর তাহা ষষ্ঠ আসমানে অবস্থিত। (উহাকে সিদরাতুল মুনতাহা এই জন্য বলা হয় যে, ) ভূপৃষ্ঠ হইতে যাহাকিছু উর্ধ্বজগতে উত্থিত হয়, উহাই তাহার শেষ সীমা এবং সেইখান হইতে কোন মাধ্যম ব্যতীত তাহা উপরে উঠাইয়া নেওয়া হয়। (কারণ, ফিরিশতাগণ উহার উর্ধ্বে যাইতে পারেন না।) আর উর্ধ্বজগত হইতে যাহাকিছু অবতরণ করা হয়, তাহা সেই স্থান পর্যন্ত পৌঁছে এবং তথা হইতে গ্রহণ করা হয় (অর্থাৎ, ফিরিশতাগণ লইয়া যান)। ইহার পর হযরত ইবনে মাসউদ (রাঃ) কুরআন মজীদের এই আয়াতটি পাঠ করিলেন, إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى "যখন বৃক্ষটি যদ্দ্বারা আচ্ছাদিত হইবার ছিল তদ্বারা আচ্ছাদিত হয়।" (ইহার ব্যাখ্যায়) তিনি বলিলেন, এইগুলি ছিল স্বর্ণের পতঙ্গ। অতঃপর ইবনে মাসউদ (রাঃ) বলেন, মে'রাজের রাত্রে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি জিনিস প্রদান করা হইয়াছে। (এক) পাঁচ ওয়াক্ত নামায, (দুই) সুরা-বাকারার শেষ কয়েকটি আয়াত এবং (তিন) নবী (ছাঃ)-এর উম্মতের মধ্য হইতে যাহারা আল্লাহর সহিত কাহাকেও শরীক করে নাই, তাহাদের মাফ করার ওয়াদা দেওয়া হয়। -মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَن عبدِ الله قَالَ: لَمَّا أُسْرِيَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْتُهِيَ بِهِ إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى وَهِيَ فِي السَّمَاءِ السَّادِسَةِ إِلَيْهَا يَنْتَهِي مَا يُعْرَجُ بِهِ مِنَ الْأَرْضِ فَيُقْبَضُ مِنْهَا وَإِلَيْهَا يَنْتَهِي مَا يُهْبَطُ بِهِ مِنْ فَوْقِهَا فَيُقْبَضُ مِنْهَا قَالَ: [إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى] . قَالَ: فِرَاشٌ مِنْ ذَهَبٍ قَالَ: فَأُعْطِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا: أُعْطِيَ الصَّلَوَاتِ الْخَمْسَ وَأُعْطِيَ خَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ وَغُفِرَ لمن لَا يشرِكُ باللَّهِ من أمته شَيْئا الْمُقْحمَات. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

خواتيم سورة البقرة “সূরা-বাকারার শেষ আয়াতগুলি” তে এই উম্মতের প্রতি আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহ প্রকাশ করা হইয়াছে। যথা—অসাধ্য কাজ হইতে নিষ্কৃতি দেওয়া বা হ্রাস করা, এই উম্মতের অনেক অনেক অপরাধকে মার্জনা এবং দুশমনের উপর তাহাদিগকে বিজয়ী করা ইত্যাদি।
সূরা-বাকারা মূলত মদনী। আর মে'রাজের ঘটনা সংঘটিত হইয়াছে মক্কায়। সুতরাং, সম্ভবত সূরা-বাকারার শেষ আয়াত নবী করীম (ﷺ)-কে কোন মাধ্যম ছাড়াই মে'রাজের রাত্রে প্রদান করা হইয়াছিল। অতঃপর হযরত জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে মদীনায় উহা পুনরায় অবতীর্ণ হয় এবং যথাস্থানে তাহা স্থাপন করা হয়। (মিরকাত ও লুমআত)
المقحمات অর্থ, المهلكات ধ্বংসকারী বস্তুসমূহ, যথা কবীরা গোনাহসমূহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান