মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৭৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, সেইদিন (বদর যুদ্ধের দিন) জনৈক মুসলমান তাহার সম্মুখস্থ একজন মুশরিকের পিছনে ধাওয়া করিতেছিলেন, এমন সময় তিনি তাহার উপর হইতে একটি চাবুকের আওয়াজ শুনিতে পাইলেন এবং এক অশ্বারোহীর আওয়াজ শুনিতে পাইলেন। তিনি বলিতেছিলেন, “হে হাইয়ুম (জিবরীলের ঘোড়ার নাম) অগ্রসর হও।" এই সময় তিনি দেখিতে পাইলেন, সেই সম্মুখস্থ মুশরিক ব্যক্তি চিত হইয়া পড়িয়া আছে। অতঃপর তাহার দিকে তাকাইয়া দেখিলেন, তাহার নাকের উপর আঘাতের চিহ্ন এবং মুখ ফাটিয়া রহিয়াছে। চাবুকের আঘাতের ন্যায় সমস্ত জায়গা নীল বর্ণ হইয়া রহিয়াছে। অতঃপর সেই আনসারী রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া ঘটনাটি বর্ণনা করিলে তিনি বলিলেন: তুমি সত্যই বলিয়াছ। তিনি তৃতীয় আসমানের সাহায্যকারী ফিরিশতাদের একজন ছিলেন। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মুসলমানগণ সেইদিন (বদরের দিন) সত্তরজন মুশরিককে হত্যা এবং সত্তরজনকে বন্দী করিয়াছিলেন। মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعنهُ قا ل: بَيْنَمَا رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ يَوْمَئِذٍ يَشْتَدُّ فِي إِثْرِ رَجُلٍ مِنَ الْمُشْرِكِينَ أَمَامَهُ إِذْ سَمِعَ ضَرْبَةً بِالسَّوْطِ فَوْقَهُ وَصَوْتُ الْفَارِسِ يَقُولُ: أَقْدِمْ حَيْزُومُ. إِذْ نَظَرَ إِلَى الْمُشْرِكِ أَمَامَهُ خَرَّ مُسْتَلْقِيًا فَنَظَرَ إِلَيْهِ فَإِذَا هُوَ قَدْ خُطِمَ أَنْفُهُ وَشُقَّ وَجْهُهُ كَضَرْبَةِ السَّوْطِ فَاخْضَرَّ ذَلِكَ أَجْمَعُ فَجَاءَ الْأَنْصَارِيُّ فَحَدَّثَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «صَدَقْتَ ذَلِكَ مِنْ مَدَدِ السَّمَاءِ الثَّالِثَةِ» فَقَتَلُوا يَوْمَئِذٍ سَبْعِينَ وَأَسَرُوا سبعين. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৭৪ | মুসলিম বাংলা