মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৭৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭৫। হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ) বলেন, ওহোদ যুদ্ধের দিন আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে ও বামে সাদা পোশাক পরিহিত দুইজন লোককে দেখিলাম, তাহারা (রাসূলুল্লাহর) প্রতিরক্ষার জন্য প্রচণ্ডভাবে লড়াই করিতেছেন।ঐ দুইজনকে আমি পূর্বেও কোন দিন দেখি নাই কিংবা পরেও কোন দিন দেখি নাই। অর্থাৎ, তাহারা ছিলেন হযরত জিবরাঈল ও মীকাঈল (আঃ)। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: رَأَيْتُ عَنْ يَمِينُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَنْ شِمَالِهِ يَوْمَ أُحُدٍ رَجُلَيْنِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ يُقَاتِلَانِ كَأَشَدِّ الْقِتَالِ مَا رأيتُهما قبلُ وَلَا بعد يَعْنِي جِبْرِيل وَمِيكَائِيل. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৭৫ | মুসলিম বাংলা