মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৭৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭৯। হযরত সুলাইমান ইবনে সুরাদ (রাঃ) বলেন, (খন্দক যুদ্ধের সময় মদীনা আক্রমণের উদ্দেশ্যে মক্কা হইতে আগত) কাফেরদের সম্মিলিত বাহিনী যখন (অকৃতকার্য অবস্থায়) ফিরিয়া যাইতে বাধা হইল, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: এখন হইতে আমরাই তাহাদের উপর আক্রমণ করিব। তাহারা আর আমাদের উপর আক্রমণ করিতে পারিবে না, আমরাই তাহাদের দিকে অগ্রসর হইব। বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَن سليمانَ بن صُرَد قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَجْلَى الْأَحْزَابَ عَنْهُ: «الْآنَ نَغْزُوهُمْ وَلَا يغزونا نَحن نسير إِلَيْهِم» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

“এখন হইতে আমরাই তাহাদের উপর আক্রমণ করিব।” নবী (ﷺ)-এর এই বাক্য দ্বারা এইদিকে ইংগিত করা হইয়াছে যে, খন্দক যুদ্ধে পরাজয়ের পর কাফেরদের মনোবল ভাঙ্গিয়া পড়িয়াছে, এখন হইতে তাহারা আর আক্রমণাত্মক চড়াও হওয়ার সাহস পাইবে না। আমরাই তাহাদের উপর চাপ সৃষ্টি করিব। পরবর্তী ঘটনাবলীর দ্বারা এই ভবিষ্যদ্বাণী পুরাপুরি প্রমাণিত হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান