মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৮২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮২। হযরত জাবের (রাঃ) বলেন, হোদাইবিয়া দিবসে লোক পিপাসার্ত হইয়া পড়িল। সেই সময় একটি চামড়ার পাত্র রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ছিল। তিনি উহা হইতে ওযু করিলেন। অতঃপর লোক তাহার কাছে আসিয়া বলিল, (ইয়া রাসুলাল্লাহ্।) আপনার চর্মপাত্রের পানি ছাড়া আমাদের কাছে পান করিবার বা ওযু করিবার মত কোন পানি নাই। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার হাত উক্ত পাত্রে রাখিলেন। ফলে সঙ্গে সঙ্গেই তাহার আঙ্গুলগুলির মধ্যবর্তী জায়গা হইতে ঝর্ণাধারার মত পানি ফুটিয়া বাহির তুইতে লাগিল। হযরত জাবের বলেন, আমরা সেই পানি (তৃপ্তি সহকারে) পান করিলাম এবং তাহা দিয়া আমরা ওযু করিলাম। হযরত জাবেরকে জিজ্ঞাসা করা হইল। সংখ্যায় আপনারা কতজন ছিলেন। তিনি বলিলেন, একলাখ হইলেও সেই পানিই আমাদের জন্য যথেষ্ট হইত। কিন্তু তখন আমাদের সংখ্যা ছিল পনর শত। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرٍ قَالَ عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رِكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ قَالُوا: لَيْسَ عَنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَنَشْرَبُ إِلَّا مَا فِي رِكْوَتِكَ فَوضَعَ النبيُّ صلى الله عَلَيْهِ وَسلم يَدَه فِي الرِّكْوَةِ فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ قَالَ فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا قِيلَ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً. مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
হোদাইবিয়ার সন্ধির প্রাক্কালে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে অংশগ্রহণকারী সাহাবীর সংখ্যা বর্ণনায় তিন প্রকারের রেওয়ায়ত পাওয়া যায়। যথা, তের শত, চৌদ্দ শত ও পনর শত। তবে প্রকৃত সংখ্যা ছিল চৌদ্দ শতেরও কিছু বেশী। সুতরাং পনর শত বর্ণনাকারী ভগ্নাংশ উল্লেখ না করিয়া অখণ্ড সংখ্যা উল্লেখ করিয়াছেন। চৌদ্দ শত বর্ণনাকারী ভগ্নাংশ সংখ্যা বাদ দিয়া বলিয়াছেন। আর তের শত বর্ণনাকারীগণ সঠিক সংখ্যা জানা না থাকায় অনুমানের ভিত্তিতে বলিয়াছেন ।