মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৩
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৩। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, হোদাইবিয়ার দিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা চৌদ্দ শত ছিলাম। হোদাইবিয়া একটি কূপের নাম। উক্ত কূপ হইতে পানি তুলিতে তুলিতে উহার সবটুকু পানি আমরা নিঃশেষ করিয়া ফেলিলাম। এমন কি আমরা উহাতে এক ফোঁটা পানিও অবশিষ্ট রাখি নাই। অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদটি পৌঁছিলে তিনি আসিলেন এবং কূপটির পাড়ে আসিয়া বসিলেন। ইহার পর তিনি এক পাত্র পানি চাহিয়া আনাইয়া ওযু করিলেন এবং কুল্লি করিলেন। তারপর দো'আ করিলেন। অতঃপর উক্ত পানি কূপের ভিতরে ঢালিয়া দিলেন এবং বলিলেন কিছু সময়ের জন্য তোমরা এই কূপ হইতে পানি তোলা বন্ধ রাখ। ইহার পর সকলে নিজে এবং সওয়ারীর জানোয়ারসমূহ এই স্থান ত্যাগ করা পর্যন্ত সেই পানি তৃপ্তি সহকারে ব্যবহার করিলেন। -বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَن الْبَراء بن عَازِب قا ل: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَ عَشْرَةَ مِائَةً يَوْمَ الْحُدَيْبِيَةِ وَالْحُدَيْبِيَةُ بِئْرٌ فَنَزَحْنَاهَا فَلَمْ نَتْرُكْ فِيهَا قَطْرَةً فَبَلَغَ النبيَّ صلى الله عَلَيْهِ وَسلم فأتاهافجلس عَلَى شَفِيرِهَا ثُمَّ دَعَا بِإِنَاءٍ مِنْ مَاءٍ فَتَوَضَّأَ ثُمَّ مَضْمَضَ وَدَعَا ثُمَّ صَبَّهُ فِيهَا ثُمَّ قَالَ: دَعُوهَا سَاعَةً فَأَرْوَوْا أَنْفُسَهُمْ وَرِكَابَهُمْ حَتَّى ارتحلوا. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান