মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৪। হযরত আওফ আবু রাজা হইতে এবং তিনি হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একবার আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত এক সফরে ছিলাম। লোকেরা তাহার নিকট পিপাসার অভিযোগ করিল। তখন তিনি অবতরণ করিলেন এবং অমুককে ডাকিলেন। আবু রাজা তাহার নাম বলিয়াছিলেন; কিন্তু আওফ তাহা ভুলিয়া গিয়াছেন এবং তিনি হযরত আলী (রাঃ)-কেও ডাকিলেন। অতঃপর তাহাদিগকে বলিলেনঃ তোমরা দুইজন যাও এবং পানির তালাশ কর। তাহারা উভয়ে রওয়ানা হইলেন এবং পথিমধ্যে এমন একটি মহিলার সাক্ষাৎ পাইলেন, যে একটি সওয়ারীর (উটের) পিঠে দুই দিকে পানির দুইটি মশক বা দুইটি থলি রাখিয়া নিজে মাঝখানে বসিয়া যাইতেছে। তখন তাহারা মহিলাটিকে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লইয়া আসিলেন এবং লোকেরা মহিলাটিকে তাহার উটের পিঠ হইতে নীচে নামিতে বলিল এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনাইলেন। তারপর তিনি মশক দুইটির মুখ হইতে ইহাতে পানি ঢালিয়া লইলেন। আর লোকদিগকে ডাকিয়া বলিলেন, তোমরা নিজেরাও পান কর এবং পশুদিগকেও পান করাও। বর্ণনাকারী বলেন, আমরা চল্লিশজন পিপাসার্ত ব্যক্তি পূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করিলাম এবং আমাদের সাথে যতগুলি মশক ও অন্যান্য পাত্র ছিল সেইগুলিও প্রত্যেকটি পানি দ্বারা পরিপূর্ণ করিয়া লইলাম। বর্ণনাকারী ইমরান বলেন, আল্লাহর কসম! যখন আমাদিগকে পানির মশক হইতে পৃথক করা হইল, (অর্থাৎ, পানি লওয়া শেষ হইল,) তখন আমাদের এমন মনে হইতেছিল, যেন মশকটি প্রথম অবস্থার তুলনায় আরও অনেক বেশী ভরা রহিয়াছে।
كتاب الفضائل والشمائل
وَعَن عَوْف عَن أبي رَجَاء عَن عمر بن حُصَيْن قا ل: كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ الْعَطَشِ فَنَزَلَ فَدَعَا فُلَانًا كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ وَنَسِيَهُ عَوْفٌ وَدَعَا عَلِيًّا فَقَالَ: «اذْهَبَا فَابْتَغِيَا الْمَاءَ» . فَانْطَلَقَا فتلقيا امْرَأَة بَين مزادتين أَو سطحتين من مَاء فجاءا بهاإلى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فاستنزلوهاعن بَعِيرِهَا وَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ وَنُودِيَ فِي النَّاسِ: اسْقُوا فَاسْتَقَوْا قَالَ: فَشَرِبْنَا عِطَاشًا أَرْبَعِينَ رَجُلًا حَتَّى رَوِينَا فَمَلَأْنَا كُلَّ قِرْبَةٍ مَعَنَا وَإِدَاوَةٍ وَايْمُ اللَّهِ لَقَدْ أَقْلَعَ عَنْهَا وإنَّهُ ليُخيّل إِلينا أنّها أشدُّ ملئةً مِنْهَا حِين ابْتَدَأَ. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান