মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৬। হযরত ইয়াযীদ ইবনে আবু ওবায়দ বলেন, আমি হযরত সালামা ইবনে আকওয়া (রাঃ)-এর পায়ের গোছায় আঘাতের চিহ্ন দেখিয়া জিজ্ঞাসা করিলাম, হে আবু মুসলিম! আঘাতটা কিসের? তিনি বলিলেন, এই আঘাত খায়বর যুদ্ধে লাগিয়াছিল। (আঘাত এত বেশী লাগিয়াছিল যে,) লোকেরা বলাবলি করিতেছিল, সালামা মৃত্যুবরণ করিয়াছেন। সালামা বলেন, অতঃপর আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিলাম। তিনি আমার জখমের উপর তিনবার ফুঁ দিলেন, ফলে সেই সময় হইতে অদ্যাবধি আর আমার কোন প্রকারের কষ্ট হয় নাই। —বুখারী
كتاب الفضائل والشمائل
عَن يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ قَالَ: رَأَيْتُ أَثَرَ ضَرْبَةٍ فِي سَاقِ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ فَقُلْتُ يَا أَبَا مُسلم مَا هَذِه الضَّربةُ؟ فَقَالَ: هَذِه ضَرْبَةٌ أَصَابَتْنِي يَوْمَ خَيْبَرَ فَقَالَ النَّاسُ أُصِيبَ سَلَمَةُ فَأَتَيْتُ الْنَبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيهِ ثَلَاثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَة. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান