মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৮৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৮৫। হযরত জাবের (রাঃ) বলেন, একদা আমরা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত যাইতেছিলাম। চলার পথে আমরা একটি প্রশস্ত ময়দানে অবতরণ করিলাম। এই সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত পূরণ করার জন্য গেলেন, কিন্তু আড়াল করিবার জন্য তিনি কিছুই পাইলেন না। এই সময় হঠাৎ ময়দানের এক কিনারে দুইটি গাছ দেখা গেল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার একটির কাছে গেলেন “এবং উহার একটি ডাল ধরিয়া বলিলেন: আল্লাহর হুকুমে তুমি আমার অনুগত হও। তৎক্ষণাৎ গাছটি এমনভাবে তাহার অনুগত হইল, যেমন নাকে রশি লাগান উট তাহার চালকের অনুগত হইয়া থাকে। এইবার তিনি দ্বিতীয় বৃক্ষটির কাছে যাইয়া উহার একটি শাখা ধরিয়া বলিলেন, আল্লাহর নির্দেশে তুমি আমার অনুগত হও। সুতরাং বৃক্ষটি সঙ্গে সঙ্গেই তাহার প্রতি অনুরূপ ঝুঁকিয়া পড়িল। অবশেষে যখন তিনি উভয় বৃক্ষের মধ্যখানে যাইয়া দাঁড়াইলেন, তখন বলিলেন, আল্লাহর হুকুমে তোমরা উভয়ে আমার জন্য মিলিত হইয়া যাও। তখনই উহারা মিলিত হইয়া গেল (এবং তিনি উহার আড়ালে হাজত পূরণ করিলেন)। বর্ণনাকারী বলেন, তখন আমি বসিয়া এই অদ্ভুত ঘটনার কথা মনে মনে চিন্তা করিতে লাগিলাম। এই অবস্থায় হঠাৎ আমি একদিকে তাকাইতেই দেখি, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনিতেছেন। আর বৃক্ষ দুইটিকেও দেখিলাম, উহারা পুনরায় পৃথক হইয়া গিয়াছে এবং প্রত্যেকটি আপন আপন জায়গায় গিয়া যথারীতি দাঁড়াইয়া রহিয়াছে। —মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرٍ قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَزَلْنَا وَادِيًا أَفْيَحَ فَذَهَبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي حَاجَتَهُ فَلَمْ يَرَ شَيْئًا يَسْتَتِرُ بِهِ وَإِذَا شَجَرَتَيْنِ بِشَاطِئِ الْوَادِي فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى إِحْدَاهُمَا فَأَخَذَ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا فَقَالَ انْقَادِي عَلَيَّ بِإِذْنِ اللَّهِ فَانْقَادَتْ مَعَهُ كَالْبَعِيرِ الْمَخْشُوشِ الَّذِي يُصَانِعُ قَائِدَهُ حَتَّى أَتَى الشَّجَرَةَ الْأُخْرَى فَأَخَذَ بِغُصْنٍ مِنْ أَغْصَانِهَا فَقَالَ انْقَادِي عَلَيَّ بِإِذْنِ اللَّهِ فَانْقَادَتْ مَعَهُ كَذَلِكَ حَتَّى إِذَا كَانَ بِالْمَنْصَفِ مِمَّا بَيْنَهُمَا قَالَ الْتَئِمَا عَلَيَّ بِإِذْنِ اللَّهِ فَالْتَأَمَتَا فَجَلَسْتُ أُحَدِّثُ نَفْسِي فَحَانَتْ مِنِّي لفتة فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقْبِلًا وَإِذَا الشَّجَرَتَيْنِ قَدِ افْتَرَقَتَا فَقَامَتْ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا عَلَى سَاقٍ. رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৮৫ | মুসলিম বাংলা