মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৯১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯১। হযরত সালামা ইবনুল আকওয়া (রাঃ) বলেন, হোনাইনের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলাম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী কাফেরদের মুকাবিলা হইতে পলায়ন করিলেন। যখন কাফেরগণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক হইতে ঘিরিয়া ফেলিল, তখন তিনি খচ্চরের পিঠ হইতে নীচে নামিলেন। অতঃপর তিনি যমীন হইতে এক মুষ্টি মাটি তুলিয়া লইলেন। তারপর কাফেরদের দিকে মুখ করিয়া দাড়াইয়া شاهت الوجوه "শাহাতিল উজুহ্" (অর্থাৎ, তোমাদের মুখ বিবর্ণ হউক) এই অভিশাপ বাক্যটি উচ্চারণ করিয়া তাহা নিক্ষেপ করিলেন। (বর্ণনাকারী বলেন,) তাহাদের যে কোন ব্যক্তিকে আল্লাহ্ সৃষ্টি করিয়াছেন (অর্থাৎ, উপস্থিত কাফেরদের) প্রত্যেকের চক্ষুদ্বয় উক্ত এক মুষ্টি মাটি দ্বারা ভর্তি হইয়া গেল। ফলে তাহারা ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিল। এইভাবে আল্লাহ্ তা'আলা তাহাদিগকে পরাজিত করিলেন। পরে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের হইতে লব্ধ গনীমতের মালসমূহ মুসলমানদের মধ্যে বিতরণ করিলেন। মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُنَيْنًا فَوَلَّى صَحَابَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا غَشُوا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ عَنِ الْبَغْلَةِ ثُمَّ قَبَضَ قَبْضَةً مِنْ تُرَابٍ مِنَ الْأَرْضِ ثُمَّ اسْتَقْبَلَ بِهِ وُجُوهَهُمْ فَقَالَ شَاهَتِ الْوُجُوهُ فَمَا خَلَقَ اللَّهُ مِنْهُمْ إِنْسَانًا إِلَّا مَلَأَ عَيْنَيْهِ تُرَابًا بِتِلْكَ الْقَبْضَةِ فَوَلَّوْا مُدْبِرِينَ فَهَزَمَهُمْ الله عز وَجل وَقَسْمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غنائمهم بَين الْمُسلمين رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮৯১ | মুসলিম বাংলা