মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৯২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, হোনাইনের যুদ্ধে আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। সেই যুদ্ধে তাহার সহিত অংশগ্রহণকারী ইসলামের দাবীদার জনৈক ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ এই লোকটি দোযখী। যুদ্ধ শুরু হইলে সে ব্যক্তি প্রাণপণ যুদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত হইল। অতঃপর এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্ (লক্ষ্য করুন।) আপনি যেই লোকটি সম্পর্কে বলিয়াছেন সে দোযখী, সে আল্লাহর রাস্তায় প্রাণপণ লড়াই করিয়া এখন মারাত্মকভাবে আহত অবস্থায় আছে। এইবারও তিনি বলিলেন, সে জাহান্নামী। (বর্ণনাকারী বলেন, এই কথা শুনিয়া কাহারও কাহারও মনে সন্দেহের উদ্রেক হইল। এমতাবস্থায় লোকটি ভীষণভাবে জখমের যন্ত্রণায় অস্থির হইয়া নিজের হাতখানা তীরদানের দিকে বাড়াইয়া তীর বাহির করিয়া লইল এবং নিজের বক্ষের মধ্যে গাঁথিয়া দিল (অর্থাৎ, আত্মহত্যা করিল)। ইহা দেখিয়া মুসলমানদের কতিপয় লোক দৌড়িয়া রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ তাআলা আপনার কথাটিকে সত্যে পরিণত করিয়াছেন। অমুক লোকটি নিজেই আত্মহত্যা করিয়াছে। এই খবর শোনামাত্রই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠিলেন, “আল্লাহু আকবর।" আমি সাক্ষ্য দিতেছি যে, নিশ্চয় আমি আল্লাহর বান্দা ও তাহার রাসূল। অতঃপর বলিলেন, হে বেলাল। উঠ। লোকদের মধ্যে এই ঘোষণা দিয়া দাও যে, পূর্ণ মু'মিন ব্যতীত কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। আর আল্লাহ্ তা'আলা (অনেক সময়) বদকার ব্যক্তির দ্বারাও এই দ্বীন ইসলামকে শক্তিশালী করিয়া থাকেন। বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَن أبي هريرةَ قَالَ شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُنَيْنًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مِمَّنْ مَعَهُ يَدَّعِي الْإِسْلَامَ هَذَا مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا حَضَرَ الْقِتَالُ قَاتَلَ الرَّجُلُ مِنْ أَشَدِّ الْقِتَالِ وَكَثُرَتْ بِهِ الْجِرَاحُ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ الله أَرأيتَ الَّذِي تحدثت أَنَّهُ مِنْ أَهْلِ النَّارِ قَدْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ مِنْ أَشَدِّ الْقِتَالِ فَكَثُرَتْ بِهِ الْجِرَاحُ فَقَالَ أَمَّا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ فَكَادَ بَعْضُ النَّاسِ يَرْتَابُ فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ إِذْ وَجَدَ الرَّجُلُ أَلَمَ الْجِرَاحِ فَأَهْوَى بِيَدِهِ إِلَى كِنَانَتِهِ فَانْتَزَعَ سَهْمًا فَانْتَحَرَ بِهَا فَاشْتَدَّ رِجَالٌ مِنَ الْمُسْلِمِينَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَدَّقَ اللَّهُ حَدِيثَكَ قَدِ انْتَحَرَ فُلَانٌ وَقَتَلَ نَفْسِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ يَا بِلَالُ قُمْ فَأَذِّنْ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدينَ بِالرجلِ الْفَاجِر. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান