মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৯৩
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়। ফলে তাহার অবস্থা এমন হইয়া গিয়াছিল যে, তাহার ধারণা হইত, তিনি কোন একটি কাজ করিয়াছেন অথচ তাহা তিনি করেন নাই। এই অবস্থায় একদিন তিনি আমার নিকট ছিলেন এবং আল্লাহর নিকট বার বার দো'আ করিলেন। অতঃপর (আমাকে লক্ষ্য করিয়া) বলিলেনঃ তুমি কি অবগত হইয়াছ, আমি যাহা জানিতে চাহিয়াছিলাম আল্লাহ্ তা'আলা আমাকে তাহা জানাইয়া দিয়াছেন। আমার নিকট দুইজন লোক (মানব আকৃতিতে দুইজন ফিরিশতা) আসে। তাহাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন আমার পায়ের কাছে বসিয়া পড়িল। ইহার পর তাহাদের একজন আপন সাথীকে বলিল, এই ব্যক্তির অসুখটা কি? বলিল, ইঁহার উপর জাদু করা হইয়াছে। প্রথমজন জিজ্ঞাসা করিল কে তাহাকে জাদু করিয়াছে? সে জওয়াব দিল, ইহুদী লবীদ ইবনে আ'সাম। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করিল; উহা কিসের সাহায্যে (করা হইয়াছে?) দ্বিতীয় লোকটি বলিল, চিরুনি এবং চিরুনিতে ঝরিয়া পড়া চুলের মধ্যে এবং পুরুষ খেজুর গাছের নূতন খোলের মধ্যে। প্রথমজন জিজ্ঞাসা করিল, তাহা কোথায়? দ্বিতীয়জন বলিল, যারওয়ানের কূপের মধ্যে। (হযরত আয়েশা বলেন, অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কতিপয় সাহাবীসহ সেই কূপের কাছে গেলেন। ইহার পর বলিলেন, ইহাই সেই কূপ যাহা আমাকে স্বপ্নে দেখান হইয়াছে। উহার পানি মেহেন্দী নিংড়ান। আর কূপের আশপাশের খেজুর গাছগুলির মাথা যেন শয়তানের মাথার মত। অতঃপর উহা কূপ হইতে বাহির করিয়া ফেলিলেন। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ عَائِشَةَ قَالَتْ سُحِرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ فَعَلَ الشَّيْءَ وَمَا فَعَلَهُ حَتَّى إِذا كَانَ ذَات يَوْم وَهُوَ عِنْدِي دَعَا اللَّهَ وَدَعَاهُ ثُمَّ قَالَ أَشَعَرْتِ يَا عَائِشَةُ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا استفتيته جَاءَنِي رجلَانِ فَجَلَسَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلِي ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الْأَعْصَمِ الْيَهُودِيُّ قَالَ فِي مَاذَا قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ وَجُفِّ طَلْعَةِ ذَكَرٍ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذَرْوَانَ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ فَقَالَ هَذِهِ الْبِئْرُ الَّتِي أُريتها وَكَأن ماءَها نُقاعةُ الْحِنَّاء ولكأن نخلها رُءُوس الشَّيَاطِين فاستخرجه مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

জাদুর প্রভাবে হুযূর (ﷺ)-এর স্মরণশক্তি কিছুটা বিকৃত হইয়া গিয়াছিল, তাই অনেক বিষয় স্মরণ রাখিতে পারিতেন না। তাঁহার উপর জাদুর ক্রিয়া হওয়া দ্বারা প্রমাণিত হয় যে, জাদুর অস্তিত্ব সত্য এবং ইহাও প্রমাণিত হয় যে, তিনি জাদুকর ছিলেন না, যেমন কাফেররা বলে। কারণ, জাদুকরের উপর স্বভাবত জাদুর ক্রিয়া হয় না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান