মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯০৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯০৭। হযরত জাবের (রাঃ) বলেন, উম্মে মালেক হাদিয়া হিসাবে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তাহার একটি চামড়ার পাত্রে ঘি পাঠাইতেন। পরে তাহার সন্তানেরা আসিয়া (রুটি খাওয়ার জন্য) তরকারি চাহিলে যখন তাহাদের কাছে কিছুই থাকিত না, তখন উম্মে মালেক ঐ পাত্রটি লইতেন, যেইটির দ্বারা তিনি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া পাঠাইতেন এবং উহাতে ঘি পাইয়া যাইতেন। এমন কি সেই হইতে সর্বদা উম্মে মালেকের ঘরে সেই ঘি তরকারি হিসাবে ব্যবহার হইত। একদা উম্মে মালেক ঘি-এর এই পাত্রটি নিংড়াইয়া লইলেন। (ফলে সেইদিন হইতে উহার বরকত শেষ হইয়া গেল।) অতঃপর উম্মে মালেক নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া উহা জানাইলে তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি উক্ত পাত্রটি নিংড়াইয়া ফেলিয়াছিলে। উম্মে মালেক বলিলেন, হ্যাঁ। তখন নবী (ছাঃ) বলিলেনঃ যদি তুমি (না নিংড়াইয়া) পাত্রটি স্বাভাবিক অবস্থায় ছাড়িয়া রাখিয়া দিতে, তাহা হইলে সর্বদা উহাতে ঘি মওজুদ থাকিত। — মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْهُ قَالَ: إِنَّ أُمَّ مَالِكٍ كَانَتْ تُهْدِي لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي عُكَّةٍ لَهَا سَمْنًا فَيَأْتِيهَا بَنُوهَا فَيَسْأَلُونَ الْأُدُمَ وَلَيْسَ عِنْدَهُمْ شَيْءٌ فَتَعْمِدُ إِلَى الَّذِي كَانَتْ تُهْدِي فِيهِ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَجِدُ فِيهِ سَمْنًا فَمَا زَالَ يُقِيمُ لَهَا أُدُمَ بَيْتِهَا حَتَّى عَصَرَتْهُ فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «عَصَرْتِيهَا» قَالَتْ نَعَمْ قَالَ: «لَوْ تَرَكْتِيهَا مَا زَالَ قَائِمًا» . رَوَاهُ مُسْلِمٌ