মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯১০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১০। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমরা (সাহাবীগণ) অলৌকিক ঘটনাবলীকে (কিংবা কুরআনের আয়াতসমূহকে) বরকতের ব্যাপার বলিয়া মনে করিতাম। কিন্তু তোমরা (অর্থাৎ, সাহাবীদের পরবর্তী লোকেরা ঐগুলিকে কেবলমাত্র (কাফেরদের জন্য) ভীতি প্রদর্শনের ব্যাপার বলিয়া ধারণা করিয়া থাক। একদা আমরা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। হঠাৎ পানির অভাব দেখা দিল। তখন তিনি বলিলেন: তোমরা কোথাও হইতে কিছু উদ্বৃত্ত পানির সন্ধান কর। তখন তাহারা সামান্য পানিসমেত একটি পাত্র লইয়া আসিল। তখন তিনি নিজের হাতখানা পাত্রটির মধ্যে প্রবেশ করাইলেন, অতঃপর বলিলেন, বরকতপূর্ণ পবিত্র পানি নিতে আগাইয়া আস। আর এই বরকত আল্লাহর পক্ষ হইতে। বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ বলেন, নিশ্চয়ই আমি দেখিয়াছি, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলগুলির ফাঁক দিয়া ফোয়ারার মত পানি বাহির হইতেছে আর অবশ্য আমরা খাদ্য গ্রহণ করিবার সময় (কখনও কখনও) খাদ্যের তাসবীহ পাঠ শুনিতে পাইতাম। বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا نَعُدُّ الْآيَاتِ بَرَكَةً وَأَنْتُمْ تَعُدُّونَهَا تَخْوِيفًا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَلَّ الْمَاءُ فَقَالَ: «اطْلُبُوا فَضْلَةً مِنْ مَاءٍ» فَجَاءُوا بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَلِيلٌ فَأَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ قَالَ: «حَيَّ على الطَّهورِ الْمُبَارك وَالْبركَة من الله» فَلَقَد رَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَد كُنَّا نَسْمَعُ تَسْبِيحَ الطَّعَامِ وَهُوَ يُؤْكَلُ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান