মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৩০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৩০। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদিগকে (আল্লাহর পক্ষ হইতে) সাহায্য করা হইবে। তোমরা (শত্রুদের) অনেক সম্পদ লাভ করিবে এবং তোমাদের জন্য (বহু শহর ও দেশ) বিজিত হইবে। সুতরাং তোমাদের যে কেহ সেই সময়টি পাইবে, সে যেন আল্লাহকে ভয় করিয়া চলে। লোকদিগকে হেদায়তের দিকে ডাকে এবং মন্দ কাজ হইতে নিষেধ করে। –আবু দাউদ
كتاب الفضائل والشمائل
وَعَنِ ابْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قا ل: «إِنَّكُمْ مَنْصُورُونَ وَمُصِيبُونَ وَمَفْتُوحٌ لَكُمْ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَتَّقِ اللَّهَ وَلْيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَلْيَنْهَ عَن الْمُنكر» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

“ যেন আল্লাহকে ভয় করে” – ইহার মানে হইল, পার্থিব সম্পদের মোহে আকৃষ্ট না হইয়া বরং আখেরাতের কাজে আত্মনিয়োগ করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান