মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৩১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৩১। হযরত জাবের (রাঃ) বলেন, খায়বর এলাকার এক ইহুদী মহিলা একটি ভাজা বকরীর মধ্যে বিষ মিশ্রিত করিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে হাদিয়া পেশ করিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) উহার বাহু হইতে কিছু অংশ খাইলেন এবং তাঁহার কতিপয় সাহাবীও তাঁহার সাথে খাইলেন। অতঃপর (গোশত মুখে তুলিয়াই) রাসূলুল্লাহ্ (ﷺ) সাহাবীগণকে বলিলেনঃ খাদ্য হইতে তোমরা হাত গুটাইয়া লও এবং উক্ত ইহুদী মহিলাটিকে ডাকিয়া পাঠাইলেন। (সে আসিলে) তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি বকরীর এই গোশতে বিষ মিশ্রিত করিয়াছ? সে বলিল, আপনাকে কে বলিয়াছে? তিনি বলিলেন, আমার হাতের এই বাহুর গোশতই বলিয়াছে। তখন মহিলাটি বলিল, হ্যাঁ, আমি ইহাতে বিষ মিশাইয়াছি। আর ইহা এই উদ্দেশ্যেই করিয়াছি, যদি আপনি প্রকৃতই নবী হন, তাহা হইলে উহা (বিষ) আপনার কোন ক্ষতি করিতে পারিবে না। আর যদি নবীই না হইয়া থাকেন, তাহা হইলে উহা দ্বারা আমরা শান্তি লাভ করিব। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে ক্ষমা করিয়া দিলেন এবং তাহাকে কোন প্রকারের সাজা দিলেন না। আর তাঁহার ঐ সমস্ত সাহাবীগণ মৃত্যুবরণ করিলেন, যাহারা উক্ত বকরী হইতে খাইয়াছিলেন। (বর্ণনাকারী বলেন) এবং উক্ত গোশতের কিয়দংশ খাওয়ার কারণে রাসূলুল্লাহ্ (ﷺ) দুই কাধের মাঝখানে শিংগা লাগাইয়াছিলেন। আনসারের বায়াযা গোত্রের আযাদকৃত গোলাম আবু হিন্দ শিং ও চাকু দ্বারা নবী (ﷺ)-এর কাঁধে শিংগা লাগাইয়াছিল। —আবু দাউদ ও দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَن جَابر بِأَن يَهُودِيَّةً مِنْ أَهْلِ خَيْبَرَ سَمَّتْ شَاةً مَصْلِيَّةً ثُمَّ أَهْدَتْهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الذِّرَاعَ فَأَكَلَ مِنْهَا وَأَكَلَ رَهْطٌ مِنْ أَصْحَابِهِ مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْفَعُوا أَيْدِيَكُمْ وَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ سممتِ هَذِهِ الشَّاةَ فَقَالَتْ مَنْ أَخْبَرَكَ قَالَ أَخْبَرَتْنِي هَذِه فِي يَدي للذِّراع قَالَت نعم قَالَت قلت إِن كَانَ نَبيا فَلَنْ يضرّهُ وَإِنْ لَمْ يَكُنْ نَبِيًّا اسْتَرَحْنَا مِنْهُ فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبهَا وَتُوفِّي بعض أَصْحَابُهُ الَّذِينَ أَكَلُوا مِنَ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنَ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ وَهُوَ مَوْلًى لِبَنِي بَيَاضَةَ مِنَ الْأَنْصَارِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অন্যান্য রেওয়ায়তের বর্ণনা হইতে জানা গিয়াছে যে, নবী (ﷺ) নিজের ব্যাপারে মহিলাটিকে মাফ করিয়া দিয়াছেন। কিন্তু সেই বিশ মিশ্রিত খানা খাইয়া বিশর ইবনে বারা ইবনে মা'রূর নামে একজন সাহাবী মৃত্যুবরণ করিলে হুযুরের নির্দেশে তাহাকে হত্যা করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান