মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৩৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৩৭। মা’ন ইবনে আব্দুর রহমান বলেন, আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি, আমি মাসরূককে জিজ্ঞাসা করিলাম, জিনেরা যে রাত্রে মনোনিবেশ সহকারে কোরআন মজীদ শুনিয়াছিল, এই সংবাদটি (অর্থাৎ, জিনদের উপস্থিতির কথা) নবী (ﷺ)কে কে দিয়াছিল ? তিনি বলিলেন, তোমার পিতা—অর্থাৎ, আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) আমাকে বলিয়াছেন যে, তাঁহাকে [নবী (ﷺ)-কে] একটি বৃক্ষ তাহাদের উপস্থিতির কথা জানাইয়াছিল। — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ: سَأَلْتُ مَسْرُوقًا: مَنْ آذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ؟ قَالَ حَدَّثَنِي أَبُوكَ يَعْنِي عَبْدَ اللَّهِ ابْن مَسْعُودٍ أَنَّهُ قَالَ: آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ. مُتَّفَقٌ عَلَيْهِ