মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৪৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৪৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, (হাবশার তথা আবিসিনিয়ার রাজা) নাজাশীর মৃত্যুর পর আমরা পরস্পর বলাবলি করিতাম, তাঁহার কবরে সর্বদা আলো দেখা যাইতেছে। —আবু দাউদ
كتاب الفضائل والشمائل
الْفَصْل الثَّانِي
عَن عَائِشَة قَالَتْ: لَمَّا مَاتَ النَّجَاشِيُّ كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ لَا يَزَالُ يُرَى عَلَى قَبْرِهِ نُورٌ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

বর্তমান আফ্রিকার ইথিওপিয়াই ইসলামের ইতিহাসে হাবশা রাষ্ট্র নামে প্রসিদ্ধ। সেই দেশের রাষ্ট্রপ্রধানের উপাধি ছিল নাজাশী। (নাজ্জাশী উচ্চারণ শুদ্ধ নহে।) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানার নাজাশীর নাম ছিল “আসহামা।” তিনি ছিলেন খৃষ্ট ধর্মাবলম্বী। তিনি ইসলাম গ্রহণ করিয়াই তথায় মৃত্যুবরণ করিয়াছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আবদ্ধ থাকার কারণে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে তাঁহার সাক্ষাতের সুযোগ হয় নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান