মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৪৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৪৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ওফাতের পর সাহাবাগণ যখন তাঁহাকে গোসল দেওয়ার ইচ্ছা করিলেন, তখন (মতবিরোধ দেখা দিল,) তাহারা বলিলেন, আমরা কি অন্যান্য মৃতের ন্যায় রাসূলুল্লাহ্ (ﷺ)-এর গায়ের জামা খুলিয়া গোসল দিব? নাকি তাঁহার উপর নিজ জামা-কাপড় রাখিয়া গোসল দিব? এই ব্যাপারে যখন মতবিরোধ চরমে উঠিল, তখন আল্লাহ্ তা'আলা তাঁহাদের উপর নিদ্রা চাপাইয়া দিলেন। (অর্থাৎ, সকলে ঝিমাইয়া পড়িলেন।) ফলে তাঁহাদের মধ্যে এমন একজন লোকও বাকী ছিল না, যাহার থুতি নিজের বক্ষের সাথে যাইয়া লাগে নাই। অতঃপর ঘরের এক পার্শ্ব হইতে জনৈক উক্তিকারী বলিয়া উঠিলেন, সেই উক্তিকারী কে? লোকেরা তাহাকে চিনিতে পারেন নাই। তোমরা নবী (ﷺ)কে নিজ জামা-কাপড় পরিহিত অবস্থায় গোসল দাও। অতঃপর তাঁহারা উঠিয়া নবী (ﷺ)-কে জামাসমেত গোসল দিলেন। তাঁহারা জামার উপর দিয়া পানি ঢালিয়া দিলেন এবং জামা দ্বারা দেহ মোবারককে মলিয়া দিলেন। —বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে
كتاب الفضائل والشمائل
وَعَنْهَا قَالَتْ: لَمَّا أَرَادُوا غُسْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: لَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ثِيَابه كَمَا تجرد مَوْتَانَا أَمْ نُغَسِّلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ؟ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمُ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رجل إِلَّا وذقته فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لَا يَدْرُونَ مَنْ هُوَ؟ اغْسِلُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا فَغَسَّلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «دَلَائِلِ النُّبُوَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

কেহ কেহ বলিয়াছেন, সেই উক্তিকারী ছিলেন হযরত খিযর ( আঃ )।
tahqiqতাহকীক:তাহকীক চলমান