মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৫১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৫১। হযরত সাঈদ ইবনে আব্দুল আযীয (রহঃ) বলেন, 'হাররার' ফেতনার সময় তিন দিন তিন রাত নবী (ﷺ)-এর মসজিদে নামাযের আযানও হয় নাই এবং একামতও দেওয়া হয় নাই। সেই সময় (প্রসিদ্ধ তাবেয়ী) হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যেব (রহঃ) মসজিদে নববীর অভ্যন্তরে আটকা পড়িয়াছিলেন। এবং তিনি নামাযের সময় নির্ণয় করিতেন কেবলমাত্র নবী (ﷺ)-এর রওযা শরীফের ভিতর হইতে নির্গত একটি গুনগুন শব্দ দ্বারা, যাহা তিনি শুনিতে পাইতেন। —দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَن سعيد بْنِ عَبْدِ الْعَزِيزِ قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا وَلَمْ يُقَمْ وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ الْمَسْجِدَ وَكَانَ لَا يَعْرِفُ وَقْتَ الصَّلَاةِ إِلَّا بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
“হাররা”— মদীনার অনতিদূরে ক্ষুদ্র ক্ষুদ্র কংকরময় একটি বিশাল মাঠের নাম। ৬৩ হিজরীর যিলহজ্জ মাসে ইয়াযীদ ইবনে মুআবিয়া-এর সেনাবাহিনী মদীনা আক্রমণ করিয়াছিল। তাহার সেনাপতি ছিল মুসলিম ইবনে উতবা। সেই অভিযানে বহুসংখ্যক সাহাবী ও তাবেয়ী নিহত হন। ফলে মদীনায় এক ত্রাসের রাজত্ব কায়েম হয়। অবশ্য এই দুঃখজনক ঘটনার পর পরই ইয়াযীদ মৃত্যুবরণ করে। ইসলামের ইতিহাসে এই বিয়োগান্ত ঘটনা “ইয়াওমুল হাররা” নামে প্রসিদ্ধ।