মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৫৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - কারামাত সম্পর্কে বর্ণনা
৫৯৫৫। নুবায়হা ইবনে ওয়াহব (রহঃ) বলেন, একদা হযরত কা'ব (রাঃ) হযরত আয়েশা (রাঃ)-এর নিকট গেলেন। সেইখানে রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কে আলোচনা হইতে থাকিলে হযরত কা'ব বলিলেন, এমন কোন দিন অতিবাহিত হয় না, যেইদিন ভোরে সত্তর হাজার ফিরিশতা আসমান হইতে অবতরণ করেন না। এমন কি তাহারা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রওযা শরীফকে বেষ্টন করিয়া নিজেদের পাখাকে বিছাইয়া দেন। (অর্থাৎ, এইভাবে বিনয় প্রকাশের মাধ্যমে রওযা শরীফের সম্মান প্রদর্শন করেন) এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর প্রতি দরূদ পাঠ করিতে থাকেন। অবশেষে সন্ধ্যা হইলে তাহারা উর্ধ্বে গমন করেন। আবার সেই পরিমাণ ফিরিশতা অবতরণ করেন এবং তাহারাও ঐরূপ করেন। (এই সিলসিলা চলিতে থাকিবে।) অবশেষে যখন যমীন ফাটিয়া যাইবে, তখন তিনি রওযা শরীফ হইতে সত্তর হাজার ফিরিশতার সমারোহে আল্লাহর দরবারে উপস্থিত হইবেন। —দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَنْ نُبَيْهَةَ بْنِ وَهْبٍ أَنَّ كَعْبًا دَخَلَ عَلَى عَائِشَةَ فَذَكَرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ كَعْبٌ: مَا مِنْ يَوْمٍ يَطْلُعُ إِلَّا نَزَلَ سَبْعُونَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ حَتَّى يَحُفُّوا بِقَبْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْرِبُونَ بِأَجْنِحَتِهِمْ وَيُصَلُّونَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا أَمْسَوْا عَرَجُوا وَهَبَطَ مِثْلُهُمْ فَصَنَعُوا مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا انْشَقَّتْ عَنْهُ الْأَرْضُ خَرَجَ فِي سَبْعِينَ أَلْفًا مِنَ الْمَلَائِكَةِ يَزُفُّونَهُ. رَوَاهُ الدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
উক্ত “কা’ব” কা'বুল আহবার নামে প্রসিদ্ধ। তিনি এক সময় ইহুদীদের পাদ্রী ছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) সম্পর্কে তাঁহার এই উক্তি সম্ভবত পূর্ববর্তী আসমানী কিতাব হইতে উদ্ধৃত অথবা স্বীয় কাশফ দ্বারা অবগত হইয়াছেন।