মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৯২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৯২। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (আরবের) তিনটি গোত্রের উপর অসন্তুষ্ট থাকা অবস্থায় ইনতেকাল করিয়াছেন। সাকীফ, বনু হানীফা ও বনু উমাইয়া। —তিরমিযী, আর তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
كتاب المناقب
وَعَن عمرَان بن حُصَيْن قَالَ: مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَكْرَهُ ثَلَاثَةَ أَحْيَاءٍ: ثَقِيفٌ وَبَنِي حَنِيفَةَ وَبَنِي أُمَيَّةَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

হাজ্জাজ ইবনে ইউসুফের কারণে বনু সাকীফ, মুসাইলামা কাযযাবের কারণে বনু হানীফা এবং উবায়দুল্লাহ্ ইবনে যিয়াদের কারণে বনু উমাইয়া।
প্রকাশ থাকে যে, তৎকালীন কুফার শাসক এই উবায়দুল্লাহ্ ইবনে যিয়াদই হযরত হোসাইনের ছিন্ন মস্তককে একটি পাত্রে রাখিয়া ছড়ি দ্বারা খোঁচা দিয়া কৌতুক করিয়াছিল। (নাঊযুবিল্লাহ)
tahqiqতাহকীক:তাহকীক চলমান