মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৮২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
তৃতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১৮২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা আল্লাহকে মহব্বত কর। কেননা, তিনি তোমাদের প্রতি খাদ্যসামগ্রীর মাধ্যমে অনুগ্রহ করিয়া থাকেন। আর আমাকে ভালবাস, যেহেতু আমি আল্লাহর হাবীব। আর আমার আহলে বায়তকে ভালবাস আমার মহব্বতে। —তিরমিযী
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِبُّوا اللَّهَ لِمَا يَغْذُوكُمْ مِنْ نِعَمِهِ فَأَحِبُّونِي لِحُبِّ اللَّهِ وَأَحِبُّوا أَهْلَ بَيْتِي لحبِّي» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

'যাহার নুন খাও তাহার গুণ গাও'—অথচ আল্লাহই একমাত্র রিযিকদাতা। তাই তাঁহার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাঁহার প্রতি ভালবাসা রাখা অপরিহার্য। আমি আল্লাহর বন্ধু। সুতরাং বন্ধুর বন্ধু বন্ধুই হয়। আর আমার আহলে বায়তকে যে মহব্বত করিল, প্রকৃতপক্ষে সে আমাকেই মহব্বত করিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান