মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৮৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৮৮। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: তোমাকে তিন রাত্রিতে স্বপ্নযোগে আমাকে দেখান হইয়াছে। একজন ফিরিশতা তোমাকে রেশমী কাপড়ে জড়াইয়া লইয়া আসেন এবং আমাকে বলেন, ইনি আপনার স্ত্রী। তখন আমি তোমার মুখের কাপড় খুলিলাম। তখন দেখিতে পাইলাম, তুমিই। অতঃপর আমি (মনে মনে) বলিলাম, ইহা যদি আল্লাহর পক্ষ হইতে হইয়া থাকে, তাহা হইলে অবশ্যই পূর্ণ হইবে। —মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: أُريتُكِ فِي الْمَنَامِ ثَلَاثَ لَيَالٍ يَجِيءُ بِكِ الْمَلَكُ فِي سَرَقَةٍ مِنْ حَرِيرٍ فَقَالَ لِي: هَذِهِ امْرَأَتُكَ فَكَشَفْتُ عَنْ وَجْهِكِ الثَّوْبَ فَإِذَا أَنْتِ هِيَ. فَقُلْتُ: إِنْ يَكُنْ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ يُمْضِهِ . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

এইখানে “যদি” শব্দ দ্বারা সন্দেহ বুঝান হয় নাই। কেননা, নবী (ﷺ)-এর স্বপ্ন যে আল্লাহর পক্ষ হইতে হইয়াছে, তাহাতে তাঁহার কোন সন্দেহ ছিল না। ইহার দৃষ্টান্ত হইল, যেমন কোন শাসক তাহার অধীনস্থকে বলে, আমি যদি অমুক ………… শাসক হইয়া থাকি, তাহা হইলে তোমাকে দেখাইয়া ছাড়িব। অর্থাৎ, নিশ্চিত তাহা হইবেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান