মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৯২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৯২। হযরত আনাস (রাঃ) বলেন, বিবি সাফিয়্যার কাছে এই কথাটি পৌঁছিয়াছে যে, বিবি হাফসা তাহাকে ইহুদী কন্যা বলিয়াছেন। এই কথা শুনিয়া (দুঃখে ও ক্ষোভে) সাফিয়্যা কাঁদিতে লাগিলেন। এমন সময় নবী (ﷺ) তাঁহার নিকট যাইয়া দেখিলেন, তিনি কাঁদিতেছেন! জিজ্ঞাসা করিলেন, কি কারণে তুমি কাঁদিতেছ? সাফিয়্যা বলিলেন, হাফসা আমাকে ইহুদী কন্যা বলিয়াছে। এই কথা শুনিয়া নবী (ﷺ) বলিলেনঃ (হাফসা ঠিক বলে নাই,) তুমি তো এক নবীর কন্যা, আরেক নবী তোমার চাচা এবং তুমি আরেক নবীর স্ত্রী। সুতরাং হাফসা কোন কথায় তোমার উপর গর্ব করিতে পারে? অতঃপর তিনি বলিলেন, হে হাফসা ! আল্লাহকে ভয় কর! – তিরমিযী ও নাসায়ী
كتاب المناقب
وَعَنْ أَنَسٍ قَالَ: بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ قَالَتْ: بِنْتُ يَهُودِيٍّ فَبَكَتْ فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» فَقَالَتْ: قَالَتْ لِي حَفْصَةُ: إِنِّي ابْنَةُ يَهُودِيٍّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِنَّك ابْنة نَبِيٍّ وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ؟» ثُمَّ قَالَ: «اتَّقِي اللَّهَ يَا حَفْصَة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

বিবি সাফিয়্যা ছিলেন ইহুদী সরদার হুয়াঈ ইবনে আখতাবের কন্যা। আর হুয়াঈ ইবনে আখতাব ছিল হযরত হারুন (আঃ)-এর বংশধর। পিতামহ নবী ছিলেন এই হিসাবে তিনি নবীর কন্যা। এই হিসাবে হযরত মূসা (আঃ) সাফিয়্যার চাচা। কিন্তু হাফসার পিতৃ বা মাতৃবংশে কোন নবীই নাই। সুতরাং সে কোন্ কথায় তোমার উপর গর্ব-অহংকার করিতে পারে ? আর কাহাকেও বংশ খান্দান তুলিয়া নিন্দা বা তিরস্কার করিতে কোরআনে কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। তাই হাফসাকে ধমক দিয়া হুযুর (ﷺ) বলিয়াছেন, কথাবার্তা বলিতে সতর্কতা অবলম্বন কর। আল্লাহকে ভয় কর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান