মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২০৭
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২০৭। হযরত বারা ইবনে আযেব (রাঃ) বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়াস্বরূপ রেশমী পোশাক পেশ করা হইল। তখন সাহাবাগণ উহা স্পর্শ করিয়া উহার কোমলতায় বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন। তখন রাসুলুল্লাহ্ (ছাঃ) বলিলেন: তোমরা ইহার কোমলতা দেখিয়া বিস্ময় বোধ করিতেছ! অথচ সা'দ ইবনে মুআযের রুমাল, যাহা জান্নাতে তিনি প্রাপ্ত হইয়াছেন, ইহার চাইতে অধিক উত্তম এবং আরও অনেক নরম। -মোত্তা
كتاب المناقب
وَعَنِ الْبَرَاءِ قَالَ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَتَعَجَّبُونَ مِنْ لِينِهَا فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ؟ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجنَّةِ خيرٌ مِنْهَا وألين» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

“রুমাল” পোশাকের অন্তর্ভুক্ত নহে; বরং উহা হাত-মুখের ধুলা-বালি ইত্যাদি মুছিয়া ফেলিবার ব্যবস্থা মাত্র। সুতরাং উহা যদি এতই উত্তম হয়, তাহা হইলে বেহেশতের আসল পোশাক-পরিচ্ছদ যে কত উন্নতমানের হইবে, তাহা বলার অপেক্ষা রাখে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান