মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২২৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২২৪। হযরত আবু উসায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আনসার গোত্রসমূহের মধ্যে উত্তম হইল বনু নাজ্জার, তারপর বনু আব্দে আশহাল, তারপর বনু হারেস ইবনে খাযরাজ এবং অতঃপর বনু সায়েদাহ। বস্তুত আনসারদের প্রতিটি পরিবারেই কল্যাণ রহিয়াছে। মোত্তাঃ
كتاب المناقب
وَعَنْ أَبِي أُسَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ دُورِ الْأَنْصَارِ بَنُو النَّجَّارِ ثُمَّ بَنُو عَبْدِ الْأَشْهَلِ ثُمَّ بَنُو الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ ثُمَّ بَنُو سَاعِدَةَ وَفَى كُلِّ دُورِ الْأَنْصَارِ خَيْرٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত হাতেব ইবনে আবু বালতাআ ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী। রাসূলুল্লাহ্ (ﷺ) যেই সময় মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করিতেছিলেন এবং মক্কাবাসীরা যাহাতে এই অভিযানের কথা পূর্বাহ্নে জানিতে না পারে, সেই জন্য তিনি গোপনীয়তা অবলম্বন করিতেছিলেন, হযরত হাতেব (রাঃ) সেই সময় মনে করিয়াছিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অকস্মাৎ মক্কার উপর চড়াও হইলে মক্কাবাসী কাফেরগণ মদীনার মুহাজির মুসলমানদের মক্কাস্থ আত্মীয়-স্বজন ও পরিবারবর্গকে হত্যা করিতে ও তাহাদের মাল-সম্পদকে ধ্বংস করিতে পারে। হযরত হাতেব (রাঃ)-এর পরিবারবর্গ ও সহায়-সম্পদ মক্কাতেই ছিল এবং তথায় তাঁহার এমন কোন আত্মীয়-স্বজন ছিল না, যাহারা তাঁহার পরিবার-পরিজনকে আশ্রয় দিতে পারে। তাই তিনি কাফেরদের কাছে পত্র লিখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মক্কা অভিযানের কথা পূর্বাহ্নে জানাইয়া দিতে চাহিয়াছিলেন, যাহাতে এই উপকারের কথা মনে করিয়া তাহারা হাতেবের পরিবার- পরিজনের কোন প্রকারের ক্ষতি না করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান