মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬২৩০
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৩০। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমার পরে তোমরা আমার সাহাবীদের মধ্য হইতে এই দুইজনের—আবু বকর ও ওমরের অনুসরণ করিও । আম্মারের চরিত্র অবলম্বন করিও এবং ইবনে উম্মে আব্দের (ইবনে মাসউদের) নির্দেশ দৃঢ়তার সাথে মানিয়া চলিও। হযরত হোযায়ফা (রাঃ)-এর এক বর্ণনায় وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ -এর পরিবর্তে রহিয়াছে, "ইবনে মাসউদ তোমাদিগকে যাহাকিছু বর্ণনা করেন, তোমরা উহাকে সত্য জানিও।” –তিরমিযী
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي: أَبِي بَكْرٍ وَعُمَرَ وَاهْتَدُوا بِهَدْيِ عمّارٍ وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ . رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬২৩০ | মুসলিম বাংলা