আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৮. জামাআতে নামায পড়া

হাদীস নং: ৩০৭
জামাআতে নামায পড়া
৮. সালাতুল উসতা
রেওয়ায়ত ২৭. ইবনে ইয়ারবু মাখযুমী (রাহঃ) বলিয়াছেনঃ আমি যায়দ ইবনে সাবিত (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছি, সালাতুল উসতা (মধ্যবর্তী নামায) হইল যোহরের নামায।
كتاب صلاة الجماعة
بَاب الصَّلَاةِ الْوُسْطَى
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ عَنْ ابْنِ يَرْبُوعٍ الْمَخْزُومِيِّ أَنَّهُ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ يَقُولُ الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الظُّهْرِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান