আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৮. জামাআতে নামায পড়া
হাদীস নং: ৩০৮
জামাআতে নামায পড়া
৮. সালাতুল উসতা
রেওয়ায়ত ২৮. মালিক (রাহঃ) হইতে বর্ণিত, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, আলী ইবনে আবি তালিব ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) তাহারা উভয়ে বলিতেনঃ সালাতুল উসতা হইল ফজরের নামায।
ইয়াহইয়া (রাহঃ) বলেন, মালিক (রাহঃ) বলিয়াছেনঃ এ বিষয়ে অন্যান্য উক্তির মধ্যে আমার নিকট আলী ইবনে আবি তালিব ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর উক্তিই পছন্দনীয়।
ইয়াহইয়া (রাহঃ) বলেন, মালিক (রাহঃ) বলিয়াছেনঃ এ বিষয়ে অন্যান্য উক্তির মধ্যে আমার নিকট আলী ইবনে আবি তালিব ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর উক্তিই পছন্দনীয়।
كتاب صلاة الجماعة
بَاب الصَّلَاةِ الْوُسْطَى
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَا يَقُولَانِ الصَّلَاةُ الْوُسْطَى صَلَاةُ الصُّبْحِ قَالَ مَالِك وَقَوْلُ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ
বর্ণনাকারী: