শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১. পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৫৬
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৫৬. ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ)....... ইব্ন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি কুকুর এবং বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দ্বারা উযূ করতেন না। তা ব্যতীত অন্য (উচ্ছিষ্ট) কিছুতে অসুবিধা নেই।
كتاب الطهارة
باب سؤر الهر
56 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ نَافِعٍ مَوْلَى ابْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ «أَنَّهُ كَانَ لَا يَتَوَضَّأُ بِفَضْلِ الْكَلْبِ وَالْهِرِّ، وَمَا سِوَى ذَلِكَ فَلَيْسَ بِهِ بَأْسٌ»