শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১. পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৫৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
বিড়ালের উচ্ছিষ্টের হুকুম
৫৭. ইব্‌ন আবী দাউদ (রাহঃ)...... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ গাধা, কুকুর ও বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দ্বারা উযূ করবেনা ।
كتاب الطهارة
باب سؤر الهر
57 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الرَّبِيعُ بْنُ يَحْيَى الْأَشْنَانِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ وَاقِدِ بْنِ مُحَمَّدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «لَا تَوَضَّئُوا مِنْ سُؤْرِ الْحِمَارِ وَلَا الْكَلْبِ وَلَا السِّنَّوْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান