শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৮৫
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৮৫। এর মধ্য থেকে উল্লেখ্যঃ ইউনুস (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রাতে তের রাক'আত সালাত আদায় করতেন। তারপর যখন (ফজরের) আযান শুনতেন তখন সংক্ষিপ্ত দু'রাক'আত (সুন্নত) পড়তেন।
এ হাদীস ইবন আবী যি’ব (রাহঃ), আমূর (রাহঃ) ও ইউনুস (রাহঃ)-এর হাদীসের বিষয়বস্তুর পরিপন্থী, যা তাঁরা যুহরী (রাহঃ)-এর বরাতে উরওয়া (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
বস্তুত এ হাদীসে সম্ভবত যে অতিরিক্ত দু'রাক'আতের উল্লেখ হয়েছে, এটিই সেই সংক্ষিপ্ত দু'রাক'আত, যা সাদ ইবন হিশাম (রাহঃ) বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে। কিন্তু এতে তাঁর বিতর কিরূপ ছিল, সে বিষয়ে কোন দলীল নেই। এ বিষয়ে আমরা দৃষ্টি দিয়ে দেখলামঃ
এ হাদীস ইবন আবী যি’ব (রাহঃ), আমূর (রাহঃ) ও ইউনুস (রাহঃ)-এর হাদীসের বিষয়বস্তুর পরিপন্থী, যা তাঁরা যুহরী (রাহঃ)-এর বরাতে উরওয়া (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
বস্তুত এ হাদীসে সম্ভবত যে অতিরিক্ত দু'রাক'আতের উল্লেখ হয়েছে, এটিই সেই সংক্ষিপ্ত দু'রাক'আত, যা সাদ ইবন হিশাম (রাহঃ) বর্ণিত হাদীসে উল্লেখ রয়েছে। কিন্তু এতে তাঁর বিতর কিরূপ ছিল, সে বিষয়ে কোন দলীল নেই। এ বিষয়ে আমরা দৃষ্টি দিয়ে দেখলামঃ
كتاب الصلاة
1685 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ , عَنْ أَبِيهِ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي بِاللَّيْلِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ يُصَلِّي إِذَا سَمِعَ النِّدَاءَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ» فَهَذَا خِلَافُ مَا فِي حَدِيثِ ابْنِ أَبِي ذِئْبٍ وَعَمْرٍو وَيُونُسَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُرْوَةَ فَذَلِكَ مُحْتَمَلٌ أَنْ يَكُونَ الرَّكْعَتَانِ الزَّائِدَتَانِ فِي هَذَا الْحَدِيثِ عَلَى ذَلِكَ الْحَدِيثِ هُمَا الرَّكْعَتَانِ الْخَفِيفَتَانِ اللَّتَانِ ذَكَرَهُمَا سَعْدُ بْنُ هِشَامٍ فِي حَدِيثِهِ وَلَيْسَ فِي ذَلِكَ دَلِيلٌ عَلَى وِتْرِهِ كَيْفَ كَانَ. فَنَظَرْنَا فِي ذَلِكَ