শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৯৫
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৯৫। বকর ইব্ন সাহল আল-দিমইয়াতী (রাহঃ) ..... আমরা (রাহঃ) সূত্রে আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) তিন রাক'আত বিতর আদায় করতেন। প্রথম রাক'আতে سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى (৮৭) দ্বিতীয় রাক'আতে قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ (১০৯) এবং তৃতীয় রাক'আতে قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ (১১২) ও মুআওয়াযাতায়ন قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ (১১৩) قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ (১১৪) পাঠ করতেন। .
এ হাদীসে আমরা (রাহঃ) আয়েশা (রাযিঃ) থেকে বিতর-এর প্রকৃতি কিরূপ ছিল তা বর্ণনা করেছেন। আর এ বিষয়ে তিনি সাদ ইব্‌ন হিশাম (রাহঃ)-এর অনুরূপ বর্ণনা করেছেন। সাদ (রাহঃ) তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, তিনি (ﷺ) এক মাত্র শেষ রাক'আতে সালাম ফিরাতেন।
كتاب الصلاة
1695 - حَدَّثَنَا بَكْرُ بْنُ سَهْلٍ الدِّمْيَاطِيُّ، قَالَ: ثنا شُعَيْبُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثٍ يَقْرَأُ فِي أَوَّلِ رَكْعَةٍ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَفِي الثَّانِيَةِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَفِي الثَّالِثَةِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ» فَأَخْبَرَتْ عَمْرَةُ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فِي هَذَا الْحَدِيثِ بِكَيْفِيَّةِ الْوِتْرِ كَيْفَ كَانَتْ وَوَافَقَتْ عَلَى ذَلِكَ سَعْدَ بْنَ هِشَامٍ وَزَادَ عَلَيْهَا سَعْدٌ أَنَّهُ كَانَ لَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান