শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৯৬
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৬৯৬। আবু যুরআ আব্দুর রহমান ইবন আমর আল-দামেস্কী (রাহঃ) ..... আবু মৃসা (রাযিঃ) সূত্রে আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বিতরের তিন রাক'আতে قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ (১১২) এবং মুআওয়াযাতায়ন (১১৩-১১৪) পাঠ করতেন।
এ হাদীসটিও সা'দ (রাহঃ) ও আমরা (রাহঃ)-এর রিওয়ায়াতের অনুকূলে হয়েছে।
এ হাদীসটিও সা'দ (রাহঃ) ও আমরা (রাহঃ)-এর রিওয়ায়াতের অনুকূলে হয়েছে।
كتاب الصلاة
1696 - حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الدِّمَشْقِيُّ، قَالَ: ثنا صَفْوَانُ بْنُ صَالِحٍ، قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَزِيدَ الرَّحَبِيِّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي مُوسَى، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي وِتْرِهِ فِي ثَلَاثِ رَكَعَاتٍ قُلْ هُوَ اللهُ أَحَدٌ وَالْمُعَوِّذَتَيْنِ» فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثُ أَيْضًا مَا رَوَى سَعْدٌ وَعَمْرَةُ