শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯১১
আন্তর্জাতিক নং: ১৯১২
নামাযের অধ্যায়
ইস্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ?
১৯১১-১৯১২। ফাহাদ (রাহঃ) ..... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আব্দুল্লাহ্ ইবন ইয়াযিদ (রাযিঃ) ইস্তিস্কার জন্য বের হলেন। আর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দর্শন লাভ করেছেন। রাবী বলেন, তাঁর সাথে বারা ইবন আযিব (রাযিঃ) এবং যায়দ ইবন আরকাম (রাযিঃ) বের হয়েছেন। আবু ইসহাক (রাহঃ) বলেন, আমি সেদিন তাঁর সাথে ছিলাম। তিনি মিম্বর ব্যতীত নিজ বাহনের উপর দাঁড়িয়ে ইস্তিস্কা, ইস্তিগফার করেছেন এবং দু'রাক'আত সালাত আদায় করেছেন। আর আমরা তাঁর পিছনে ছিলাম। তিনি এতে সশব্দে কিরাআত করেছন। সেদিন আযান ও ইকামত দেয়া হয়নি।
ইবন আবী দাউদ (রাহঃ) …… যুহায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন। কিন্তু তার হাদীসে একথাটি উল্লেখ করেননি যে, আব্দুল্লাহ্ ইবন ইয়াযিদ (রাযিঃ) অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দর্শন লাভ করেছেন।
ইবন আবী দাউদ (রাহঃ) …… যুহায়র (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন। কিন্তু তার হাদীসে একথাটি উল্লেখ করেননি যে, আব্দুল্লাহ্ ইবন ইয়াযিদ (রাযিঃ) অবশ্যই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দর্শন লাভ করেছেন।
كتاب الصلاة
1911 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا أَبُو غَسَّانَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، قَالَ: " خَرَجَ عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ يَسْتَسْقِي , وَكَانَ قَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَخَرَجَ فِيمَنْ كَانَ مَعَهُ الْبَرَاءُ بْنُ عَازِبٍ , وَزَيْدُ بْنُ أَرْقَمَ , قَالَ أَبُو إِسْحَاقَ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ فَقَامَ قَائِمًا عَلَى رَاحِلَتِهِ عَلَى غَيْرِ مِنْبَرٍ وَاسْتَسْقَى وَاسْتَغْفَرَ وَصَلَّى رَكْعَتَيْنِ وَنَحْنُ خَلْفَهُ فَجَهَرَ فِيهِمَا بِالْقِرَاءَةِ وَلَمْ يُؤَذِّنْ يَوْمَئِذٍ وَلَمْ يُقِمْ "
1912 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ جَعْدٍ، قَالَ: أنا زُهَيْرٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ قَالَ: كَانَ رَأْيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1912 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ جَعْدٍ، قَالَ: أنا زُهَيْرٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ يَزِيدَ قَالَ: كَانَ رَأْيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ