শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৫২২
নামাযের অধ্যায়
সালাতে কেউ তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, এ বিষয়ে যদি সন্দিহান হয়
২৫২২। আবু বাক্রা (রাহঃ) ..... আমর ইব্ন দীনার (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্ন উমর (রাযিঃ) ও আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) কে এরূপ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে সালাতে ভুল করেছে, সে তিন রাক’আত না চার রাক’আত আদায় করেছে, তা বুঝতে পারে না। উত্তরে তাঁরা উভয়ে বললেন, (এরূপ ব্যক্তি) চিন্তা-ভাবনা করে প্রবল ধারণা মতে সালাত পূর্ণ করবে। তারপর (শেষ বৈঠকে) বসা অবস্থায় দুই সিজ্দা (সাহো) করবে।
كتاب الصلاة
2522 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الرَّمَادِيُّ، قَالَ: ثنا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: ثنا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: سُئِلَ ابْنُ عُمَرَ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ رَضِيَ اللهُ عَنْهُمْ , عَنْ رَجُلٍ، سَهَا , فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى , أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَقَالَا: «يَتَحَرَّى أَصْوَبَ ذَلِكَ فَيُتِمَّهُ , ثُمَّ يَسْجُدَ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»