আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৮
- পবিত্রতা অর্জনের অধ্যায়
পাগড়ী এবং ওড়নার উপর মাসেহ করা
৪৮। ইমাম মালেক (রাহঃ) বলেন, আমি জানতে পেরেছি যে, জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে পাগড়ীর উপর মাসেহ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, পাগড়ীর উপর মাসেহ করা যাবে না যতোক্ষণ পর্যন্ত পানি দিয়ে মাথার চুল মাসেহ করা না হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
أبواب الطهارة
بَابُ: الْمَسْحِ عَلَى الْعِمَامَةِ وَالْخِمَارِ
أَخْبَرَنَا مَالِكٌ، قَالَ: بَلَغَنِي , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، " أَنَّهُ سُئِلَ عَنِ الْعِمَامَةِ؟ فَقَالَ: لا، حَتَّى يَمَسَّ الشَّعْرَ الْمَاءُ " , قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান