আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১- পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৯
- পবিত্রতা অর্জনের অধ্যায়
পাগড়ী এবং ওড়নার উপর মাসেহ করা
৪৯। নাফে (রাহঃ) বলেন, আমি আবু উবায়দা (রাহঃ)-র কন্যা সফিয়া (রাযিঃ)-কে উযু করতে দেখেছি। তিনি নিজের ওড়না সরিয়ে তার মাথা মাসেহ করেছেন। নাফে (রাহঃ) বলেন, আমি তখন অল্প বয়স্ক বালক ছিলাম।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি যে, পাগড়ী ও দোপাট্টার উপর মাসেহ করা যাবে না। আমরা জানতে পেরেছি যে, প্রাথমিক পর্যায়ে পাগড়ীর উপর মাসেহ করা হতো, কিন্তু তা পরিত্যক্ত হয়েছে। ইমাম আবু হানীফা এবং সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।*

* মাথা মাসেহ করা কুরআনের আয়াতের মাধ্যমে প্রমাণিতঃ 'ওয়ামসাহু বি-রুউসিকুম’ (তোমরা নিজেদের মাথা মাসেহ করো)। অতএব যেসব হাদীসে ভিন্নরূপ অর্থের সম্ভাবনা রয়েছে, তার ভিত্তিতে শুধু পাগড়ীর উপর মাসেহ করলে যথেষ্ট হবে না, মাথা মাসেহ করতেই হবে। পাগড়ীর উপর মাসেহ করা সম্পর্কিত হাদীসের ক্ষেত্রে এই সম্ভাবনাও রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ তাঁর মাথা মাসেহ করার পর হয়তো পাগড়ীর বাঁদন ঠিক করেছিলেন, কিন্তু দর্শক মনে করে নিয়েছে যে, তিনি পাগড়ীর উপর মাসেহ করেছেন (অনুবাদক)।
أبواب الطهارة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، قَالَ «رَأَيْتُ صَفِيَّةَ ابْنَةَ أَبِي عُبَيْدٍ تَتَوَضَّأُ، وَتَنْزِعُ خِمَارَهَا، ثُمَّ تَمْسَحُ بِرَأْسِهَا» .
قَالَ نَافِعٌ: وَأَنَا يَوْمَئِذٍ صَغِيرٌ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يُمسَحُ عَلَى الْخِمَارِ وَلا الْعِمَامَةِ، بَلَغَنَا أَنَّ الْمَسْحَ عَلَى الْعِمَامَةِ كَانَ فَتُرِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنِا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান