আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮০৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
পশুর বিনিময়ে পশু ধারে অথবা নগদ বিক্রি করা।
৮০৩। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) চারটি উটের বিনময়ে একটি উষ্ট্রী ধারে ক্রয় করেন এবং এই শর্ত আরোপ করেন যে, উটগুলো রাবাযা নামক স্থানে পৌঁছার পর (বিক্রেতার কাছে) হস্তান্তর করবেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আলী ইবনে আবু তালিব (রাযিঃ)-র সূত্রে এর বিপরীত (অর্থাৎ উল্লেখিত দু'টি হাদীসের বিপরীত) বর্ণনা আমাদের কাছে পৌঁছেছে।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، «اشْتَرَى رَاحِلَةً بِأَرْبَعَةِ أَبْعِرَةٍ مَضْمُونَةٍ عَلَيْهِ، يُوَفِّيَهَا إِيَّاهُ بِالرَّبَذَةِ» .
قَالَ مُحَمَّدٌ: بَلَغَنَا عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ خِلافُ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান