আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯১৯
- বিবিধ প্রসঙ্গ।
মুসলিম ভাইকে পরিত্যাগ করা গুনাহ।
৯১৯। আবু আইউব আল-আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ কোন মুসলমানের জন্য তার অপর মুসলমান ভাইয়ের উপর রাগ করে তার সাথে একাধারে তিন দিন সাক্ষাত করা থেকে বিরত থাকা এবং পথে দেখা হলে পরস্পর মুখ ফিরিয়ে নেয়া জায়েয নয়। এদের উভয়ের মধ্যে যে আগে সালাম দেয়া শুরু করবে সে-ই উত্তম।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। দুই মুসলিম ভাইয়ের জন্য পরস্পরের প্রতি অসন্তুষ্ট হয়ে তিন দিনের অধিক সাক্ষাত থেকে বিরত থাকা জায়েয নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। দুই মুসলিম ভাইয়ের জন্য পরস্পরের প্রতি অসন্তুষ্ট হয়ে তিন দিনের অধিক সাক্ষাত থেকে বিরত থাকা জায়েয নয়।
الابواب الجامعة
بَابُ: الرَّجُلِ يَهْجُرُ أَخَاهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ، فَيُعْرِضُ هَذَا، وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمُ الَّذِي يَبْدَأُ بِالسَّلامِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي الْهِجْرَةُ بَيْنَ الْمُسْلِمَيْنِ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي الْهِجْرَةُ بَيْنَ الْمُسْلِمَيْنِ