আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯২০
- বিবিধ প্রসঙ্গ।
দ্বীনের কোন বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া এবং একজনের বিরুদ্ধে অপরজনের কাফের বলে সাক্ষ্য দেয়া।
৯২০। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) বলেন, যে ব্যক্তি ঝগড়ার উদ্দেশ্যে নিজের দীনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, সে কখনো এই ধর্মে, কখনো ঐ ধর্মে গিয়ে পতিত হয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। দীনকে ঝগড়ার হাতিয়ারে পরিণত করা উচিৎ নয়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। দীনকে ঝগড়ার হাতিয়ারে পরিণত করা উচিৎ নয়।
الابواب الجامعة
بَابُ: الْخُصُومَةِ فِي الدِّينِ، وَالرَّجُلُ يَشْهَدُ عَلَى الرَّجُلِ بِالْكُفْرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ قَالَ: مَنْ جَعَلَ دِينَهُ غَرَضًا لِلْخُصُومَاتِ أَكْثَرَ التَّنَقُّلَ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي الْخُصُومَاتُ فِي الدِّينِ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي الْخُصُومَاتُ فِي الدِّينِ