আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৬৫
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৬৫। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র সাথে বাজারের মধ্যে খালিদ ইবনে উকবা (রাযিঃ)-র ঘরের কাছে ছিলাম। এক ব্যক্তি এসে তার সাথে গোপনে কিছু কথা বলতে চাইলো। সেখানে সাথে আমি এই ব্যক্তি ছাড়া আর কেউ উপস্থিত ছিলো না। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) অপর এক ব্যক্তিকে ডাকলেন। এখন আমাদের সংখ্যা হলো চার। ইবনে উমার (রাযিঃ) আমাকে এবং এই শেষোক্ত ব্যক্তিকে বললেন, তোমরা দু'জন একটু দূরে সরে যাও। কেননা আমি রাসূলুল্লাহ ﷺ বলতে শুনেছিঃ “দুই ব্যক্তি একজনকে একাকী রেখে যেন কানকথা না বলে।"
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِالسُّوقِ عِنْدَ دَارِ خَالِدِ بْنِ عُقْبَةَ، فَجَاءَ رَجُلٌ يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ، وَلَيْسَ مَعَهُ أَحَدٌ غَيْرِي، وَغَيْرُ الرَّجُلِ الَّذِي يُرِيدُ أَنْ يُنَاجِيَهُ فَدَعَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَجُلا آخَرَ حَتَّى كُنَّا أَرْبَعَةً، قَالَ: فَقَالَ لِي وَلِلرَّجُلِ الَّذِي دَعَا: اسْتَرْخِيَا شَيْئًا فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لا يَتَنَاجَى اثْنَانِ دُونَ وَاحِدٍ»