আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৭৫
- বিবিধ প্রসঙ্গ।
বিভিন্ন কাজের বর্ণনা।
৯৭৫। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আয়েশা (রাযিঃ)-কে বলা হলো, আপনাকেও যদি তাঁদের (নবী ﷺ ও আবু বাকর ) সাথে দাফন করা হয় (অর্থাৎ আপনি যদি এই ওসিয়াত করে যেতেন)। রাবী বলেন, আয়েশা (রাযিঃ) বললেন, তাহলে আমিই প্রথম ওসিয়াতকারী হতাম (অন্যরা একাজ করলে, আমিও করতাম)।
الابواب الجامعة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: قِيلَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا " لَوْ دُفِنْتِ مَعَهُمْ؟ قَالَ: قَالَتْ: «إِنِّي إِذًا لَأَنَا الْمُبْتَدِئَةُ بِعَمَلِي»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৭৫ | মুসলিম বাংলা